Friday, October 12, 2018

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি - সপ্তম শ্রেণি- ৪র্থ ও ৫ম অধ্যায়



সঠিক উত্তরটি খাতায় লেখঃ
১। যে প্রক্রিয়া অনুসরণ করে একটি ডকুমেন্টের ভুল-ভ্রান্তিগুলো ঠিক করা হয় তাকে কী বলে?
. সম্পাদনা            . নির্বাচন              . সংরক্ষণ              . সীমাবদ্ধ
২। লাইনের শেষ কার্সর নিতে হলে কোন ‘কি’ চাপতে হবে?
. Home              . Shift+END          . Ctrl+END           . END
৩। পেস্ট শব্দের আক্ষরিক অর্থ কী?
. কপি করা            . মুছে ফেলা            . নির্বাচন করা                  . আঠা লাগানো
৪। উচ্চারণ ভিত্তিক বাংলা সফটওয়্যার কোনটি?
. বিজ্ঞান      . প্রবর্তন               . লেখনী               . অভ্র
৫। F12 ‘কি’ চাপলে নিচের কোন সফটওয়্যার চালু হয়?
. বিজ্ঞান      . বিজয়                . প্রবর্তনা              . অভ্র
৬। ইন্টারনেটের সাহায্যে-
i. পাঠ্য বিষয়ে সহায়তা পাওয়া যায়          
ii. ভর্তি কার্যক্রম সম্পন্ন করা যায়         
 iii. অনলাইনে ক্লাস করা যায়
নিচেরে কোনটি সঠিক?
. i ও ii               . i ও  iii              . ii ও   iii            . i, ii ও iii
৭। ১৯৯৩ সালে উদ্ভাবিত প্রথম ব্রাউজারের নাম কী ছিল?
. হোম পেজ           . মোজাইক            . ইয়াহু        . আলটা-ভিসটা
৮। ইমেইল অর্থ কী?
. ইলেক্ট্রিক মেইল      . ইন্টারন্যাশনাল মেইল          . ইলেক্ট্রনিক মেইল      . ইন্টারনেট মেইল
৯। ব্রাউজার কী?
. ওয়েব ওয়ার্ক         . ওয়েব সফটওয়্যার             . ওয়েব ডিজাইন       . নেটওয়ার্ক
১০।নিচের কনটি মুদ্রিত বইয়ের ডিজিটাল সংস্করণ?
. ই-কমার্স             . ই-বুক       . ই-মেইল     . ই-গভর্নেন্স

Tuesday, October 9, 2018

বাংলা- শুণ্যস্থান পূরণ (রাজউক ভর্তি পরীক্ষা- ৬ষ্ঠ শ্রেণি/ ৫ম শ্রেণি)


শুণ্যস্থান পূরণ কর
. জগদীশ চন্দ্র বসুর প্রত্যেকটি ------ বিজ্ঞান জগতে এক একটি --------।
২. লুৎফর রহমান রিটন ---------- সালের --------- ঢাকায় জন্মগ্রহণ করেন।
৩. শহরের --------- ডাকে ঝাঁকে ঝাঁকে।
৪. বাংলাদেশের জনজীবন তাই ------- বৈচিত্রময়।
৫. সুন্দরবনে -------- দাড়াও আছে নানা রকম হরিণ।
৬. আমরা এখন ---------- স্বাদীন।
        নাচছি সবাই --------   -------- ।
৭. দিনটি ছিল --------- ৮ই এপ্রিল।
৮. মুক্তিযুদ্ধের --------- প্রান্তে আমরা।
৯. সকল মানুষের কন্ঠে একই -------।
১০. দরকার হাতের ------ ও ------ জ্ঞান।
১১. উঁচু ছোট্ট --------- মত এই চুলা।
১২. শহুরে জীবন জ্বালা -------।
১৩. -------- শিক্ষক ছিলেন এম মনিরুজ্জামান।
১৪. আবার অনেকের কোনো ------- পাওয়া যায়নি।
১৫. সৈন্যরা তুলে নিয়ে যায় প্রখ্যাত ------ ও ------- শহীদুল্লা কায়সারকে।
১৬. তবেই তাঁদের ----- শোধ করা সম্ভব হবে।
১৭. বাড়ি বাগান ---------- সব মিলে এক ছবি।
১৮. কবি আহসান হাবিব ------ ফেব্রুয়ারি ১৯১৭ সালে -------- জেলার ----- গ্রামে জন্মগ্রহণ করেন।
১৯. গ্রামের ------- ছেলেটিকে ------ বেঁধে রেখেছে।
২০. হতভাগা ---------- কোথাকার।
২১. এই স্থানটি প্রায় --------- বছরের পুরানো।
২২. এই সময়ের সেই ভাবুক ছেলেটিই ---------।
২৩. পৃথিবীকে দেখিয়েছেন ---------- নতুন পথ।
২৪. এদেশে------- রয়ে গিয়েছিল এক প্রাচীন নগর সভ্যতা।
২৫. এখনকার নরসিংদী দিয়ে বয়ে গেছে পুরনো ________
২৬. এক সুপ্রাচীন _________ পাওয়া গেছে বাংলাদেশে।
২৭. জাহানঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রত্নতত্ত্ব বিভাগের অধ্যাপক ______ এর নেতৃত্বে শুরু হয় খনন কাজ।
২৮. উয়ারী-বটেশ্বর এলাকার মাটির নিচটিকে একটি _______ হিসেবে ধরা যেতে পারে।
২৯. শিবপুর উপজেলার মন্দিরভিটায় এক _________ আবিষ্কৃত হয়েছে।
৩০. ছেলেটি তেমন _____ নয়।
৩১. মেঘ ডেকে আকাশে বিদ্যুৎ চমকে বাজ পড়লে অবাক __________ ভাবে।
৩২. প্রকৃতির অনেক কিছু নিয়েই তার নানা রকম ভাবনা আর জানার __________ বাড়তে থাকে।
৩৩. ওর পড়াশোনার হাতে খড়ি__________।
৩৪. প্রেসিডেন্সি কলেজে ___ অধ্যাপকা পদে যোগ দেন।
৩৫. প্রতিবাদে তিনি দীর্ঘ তিন বছর বেতন না নিয়ে _____ পালন করেন।
৩৬. তিনি দেখিয়েছিলেন যে, উদ্ভিদ ও ______ মধ্যে অনেক মিল আছে।
৩৭. তিনি ______ তরঙ্গ সৃষ্টি এবং কোনো তার ছাড়া তা একস্থান থেকে অন্য স্থানে প্রেরণে সফলতা অর্জন করেন।
৩৮. তখন আমিও পড়ছি ____ জলপ্রপাতের কথা।
৩৯. জলপ্রপাত দেখার______ একবার ইচ্ছা হয়েছিল।
৪০. একদিন _______ সঙ্গে গল্পের মজলিসে কথা উঠল।
৪১. বাসে চেপে গেলে নিজের ___ থামা যায় না।
৪২. ল্যান্স নায়েক নূর মোহাম্মদ শেখের দলে ছিলেন অসীম সাহসী মুক্তিযোদ্ধা ________
৪৩. বাংলার ___________ মাটিতে পড়ে রইল নূর মোহাম্মদ শেখের নিথর দেহ।
৪৪. ল্যান্স নায়েক রউফ ____ সালের ________ মে ফরিদপুর জেলার বোয়ালমারি থানার সালামতপুর গ্রামে জন্মগ্রহণ করেন।
৪৫. বীরশ্রেষ্ঠ ________ জন্ম ১৯৩৬ সালের ২৬শে ফেব্রুয়ারি নড়াইলের মহেশখালি গ্রামে।
৪৬. নিজের জীবন তুচ্ছ করে _________ সেদিন এভাবেই রক্ষা করেছিলেন মুক্তিযোদ্ধাদের জীবন।
৪৭. খুলনা _________ কাছেই চিরনিদ্রায় শায়িত আছেন বীরশ্রেষ্ঠ _________ ।
৪৮. ইমদাদ হকের শরীরে অনেক আঘাতের _______ রয়েছে।
৪৯. সন্ধ্যাবেলায় পায়ে হাতে ______ বাঁধে সে।
৫০. খেলায় জিতে দর্শকেরা ________ করে ফিরে যাচ্ছে।
৫১. টেবিলের ওপর _______ শিশিগুলো রাখা আছে।
৫২. _________ পড়ার শব্দে শিশুটির ঘুম ভেঙ্গে গেল।
৫৩. আমাদের _____________ যে আমরা এদেশে জন্মেছি।
৫৪. আমাদের দেশে রয়েছে সুন্দর _______।
৫৫. কোথায় পাহাড়, কোথায় নদী, কোথায় বা এর সমুদ্রের __________।
৫৬. একই দেশ অথচ কত _______।
৫৭. দেশ মানে এর মানুষ, নদী, আকাশ, ____, পাহাড়, সমুদ্র – এইসব।
৫৮. দেশকে ভালোবাসার মধ্য দিয়েই ________ সার্থক হয়ে উঠবে আমাদের জীবন।
৫৯. আমাদের বাংলাদেশের বাইরেও অনেক __________ আছে।
৬০. আমরা সবাই পরস্পরের __________
৬১. __________ হলো জননীর মত।
৬২. বাংলাদেশ _____ সৌন্দর্যে ভরপুর।
৬৩. প্রকৃতির অপার _____ সমুদ্রের নিচে রয়েছে।
৬৪. বাংলাদেশের নামের সঙ্গে জড়িয়ে আছে __________ বেঙ্গল টাইগার।
৬৫. বাঘ দেখতে যেমন সুন্দর তেমনি আবার ________।
৬৬. রয়েল বেঙ্গল টাইগার বাংলাদেশের ________ সম্পদ।
৬৭. শকুন বাংলাদেশে এখন ________ পাখি।
৬৮. বিদ্যুৎ চমকালে ____ কেঁপে ওঠে বলে মনে হতে পারে।
৬৯. __________পতনের মূল।
৭০. কী হয়েছে, এত ______ হয়ে আছে কেন?
৭১. বনের সিংহ __________ দিলে মানুষের মনে ভয় জাগে।
৭২. নিজের কলমটা খুঁজে না পেয়ে সে ____________ বাঁধঁইয়ে দিয়েছে।
৭৩. _______ ওপারে কী আছে কেউ জানে না।
৭৪. মেজাজ ________ বলে তার কাছে কেউ ঘেঁষতে চায় না।
৭৫. তুমি এত ________ কেন? কী হয়েছে?
৭৬. আমরা _______ দেশের অধিবাসী।
৭৭. চেহারা নয়, আসল --------- হলো মানুষের মন।
৭৮. মনে __________ থাকলে কোনো কিছু করা সম্ভব নয়।
৭৯. বাংলার সৌন্দর্য দেখে আমি _______।
৮০. গ্রীষ্ম কালে ফলের ___ দেখা যায়।
৮১. সাত ____ তের নদী পার হওয়া চাট্টিখানি ব্যাপার না।
৮২. _______ ভেসে চলেছে পাল তোলা নৌকা।
৮৩. রংধনুর _______ রঙ এ আকাশ রঙিন হয়েছে।
৮৪. সকল মানুষের কণ্ঠে একই _________।
৮৫. এই যে _______ দেখছ, এইসব গ্রামের শিল্পীদের তৈরি।
৮৬. মাটির পুতুল জমানো আমার একটি _______।
৮৭. মাটির তৈরি শিল্পকর্মকে __________ বলে।
৮৮. আমরা মেলা থেকে অনেক ______ কিনলাম।
৮৯. ------------- রাতে চেচামেচি করো না, সবাই ঘুমাচ্ছে।
৯০. ভোর বেলাতেই পাখির __________ ______ শুনতে শুনতে আমার ঘুম ভাঙ্গে।
৯১. _________ হাঁক দিচ্ছে – থালাবাসন চাই?
৯২. _________ আমাদের শোনার ক্ষমতা কমিয়ে দেয়।
৯৩. পিতার _________ হাত রেখে পুত্র দোয়া চাইল।
৯৪. বর্ষাকালে প্রবল ___________ বর্ষন হয়।
৯৫. আগের দিনে হাতি-ঘোড়া চড়ে ________শিকারে যেতেন।
৯৬. উজির বাদশাহকে __________ করলেন।
৯৭. __________ আলমগীর ছিলেন একজন মহৎপ্রাণ শাসক।
৯৮.অন্যায়ের কাছে কখনও ________ নত করব না।
৯৯. এলাকাটি এত ______ যে গা ছমছম করে।
১০০. নদীর ধারে _______ দল বেঁধে উড়ে বেড়ায়।

বি.দ্রঃ পাঠ্যবইয়ের গুরুত্বপূর্ণ লাইন ও ছোট ছোট বাক্যগুলো মুখস্ত রাখ। পাঠ্য বইয়ের রিডিং বার বার পড়।

কবিতাংশটুকু পড়ে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও (পিইসি / রাজউক ভর্তি প্রস্তুতি -পঞ্চম শ্রেণি- বাংলা)


কবিতাংশটুকু পড়ে নিচের প্রশ্নগুলোর উত্তর দাওঃ
১। এই এ ছবি এমন আঁকা
ছবির মত দেশ,
দেশের মাটি দেশের মানুষ
নানা রকম বেশ,
বাড়ি বাগান পাখ-পাখালি
সব মিলে এক ছবি,
নেই তুলি নেই রঙ, তবুও
আঁকতে পারি সবই
ক) কবিতাংশটুকু কোন কবিতা থেকে নেয়া হয়েছে?
খ) কবিতাটির নাম লেখ। কবির রচিত দুটি কাব্যগ্রন্থের নাম লেখ।
গ) ‘সব মিলে এক ছবি’ বলতে কী বোঝানো হয়েছে?

২। পাতাল ফেড়ে নামব আমি
উঠব আমি আকাশ ফুঁড়ে
বিশ্বজগৎ দেখব আমি
আপনা হাতের মুঠোয় পুরে।
ক) কবিতাংশটুকু কোন কবিতা থেকে নেয়া হয়েছে?
খ) কবিতাটির নাম লেখ। কবির রচিত দুটি কাব্যগ্রন্থের নাম লেখ।
গ) বিশ্বজগৎ কবি হাতের মুঠোয় পুরে দেখতে চান কেন?

৩। শহরের পাতি কাক ডাকে ঝাঁকে ঝাঁকে
ছোটদের হইচই ইশকুল মাঠে।
সিডি চলে, টিভি চলে, বাজে টেলিফোন
শহুরে জীবন জ্বালা-শব্দ দূষণ।
পল্লির সেই সুরে ভরে যায় মন
দরজায় বেল বাজে, কান পেতে শোন।
গলি পথে ফেরিঅলা হাঁকে আর হাঁটে
ঘুম দেয়া মুশকিল হর্ণের  হাঁকে।
ক) কবিতার লাইনগুলো সাজিয়ে লেখ।
খ) কবিতাংশটুকু কোনো কবিতার অন্তর্গত?
গ) কবিতাটির কবির নাম কী?
ঘ) শহুরে জীবন জ্বালাময় কেন?

৪। সবার আছে গান
সাগর নদীর ঊর্মিমালার
দোয়েল কোয়েল ময়না কোকিল
মন ভোলানো সুর
মুগ্ধ সবার প্রান।
পাখির গানে পাখির সুরে
ক) কবিতার লাইনগুলো সাজিয়ে লেখ।
খ) কবিতাংশটুকু কোনো কবিতার অন্তর্গত?
গ) কবিতাটির কবির নাম কী?
ঘ) আমরা স্বাধীনভাবে বাংলায় কথা বলতে পারছি কেন?

৫। বাংলা আমার মায়ের ভাষা
মনের কথা কই।
ফেব্রুয়ারির গান।
আমার ভাইয়ের রক্তে লেখা
মায়ের মুখের মধুর ভাষায়
শহিদ ছেলের দান
ক) কবিতার লাইনগুলো সাজিয়ে লেখ।
খ) কবিতাংশটুকু কোনো কবিতার অন্তর্গত?
গ) কবিতাটির কবির নাম কী?
ঘ) ‘শহিদ ছেলের দান’ –বলতে কী বোঝানো হয়েছে?

৬। যুগান্তরের ঘূর্ণিপাকে।
ছুটছে তারা কেমন করে,
দেখব এবার জগৎটাকে
দেশ হতে দেশ দেশান্তরে
থাকব নাকো বদ্ধ ঘরে
কেমন করে ঘরছে মানুষ
ক) কবিতার লাইনগুলো সাজিয়ে লেখ।
খ) কবিতাংশটুকু কোনো কবিতার অন্তর্গত?
গ) কবিতাটির কবির নাম কী?
ঘ) কবি কী দেখতে চান?

৭। রৌদ্র লেখে জয়।
কালো সন্ধ্যা হয়,
আজ সেখানে নতুন করে
আজ সেখানে ভালো।
কাল সেখানে পরাজয়ের
কাল সেখানে মন্দ ছিল,
ক) কবিতার লাইনগুলো সাজিয়ে লেখ।
খ) কবিতাংশটুকু কোনো কবিতার অন্তর্গত?
গ) কবিতাটির কবির নাম কী?
ঘ) ‘আজ সেখানে নতুন করে রৌদ্র লেখে জয়’- বুঝিয়ে লেখ।

এভাবে বাকি কবিতাগুলো থেকে অনুশীলন করবে।