সৌভাগ্য-
ভালো ভাগ্য
সীমান্ত-
শেষ প্রান্ত
সুখ্যাতি-
সুনাম
প্রান্তর-
মাঠ
সার্থক-
সফল
মুগ্ধ-
আনন্দিত
উর্মি-
ঢেউ
বাহার-
সৌন্দর্য
স্রোরস্বিনী-
নদী
দক্ষ-
নিপুন
যথেষ্ট-
প্রচুর
এতদ্ব্যাতিত-
এছাড়া
সংকল্প-
প্রতিজ্ঞা
বদ্ধ-
বন্ধ
চন্দ্রালোক-
চাঁদের দেশ
তিরিক্ষি-
খারাপ মেজাজ
মেদিনী-
ভূপৃষ্ঠ
তটস্থ-
ব্যতিব্যস্ত
শঙ্কিত-
ভীত
অবলীলায়-
খুব সহজে
আস্তানা-
বসবাসের জায়গা
নিশিরাত-
গভীর রাত
অনুরাগ-
আদর
আসন্ন-
নিকটবর্তী
নিথর-
স্থির
অন্তরীক্ষে-
আকাশে
প্রদীপ-
বাতি
শখ- রুচি
আকুল-
অস্থির
পুঁটলি-
বোঁচকা
ফরমাস-
আদেশ
ঘোর-
অত্যন্ত
আস্তাকুড়-
ময়লা আবর্জনা ফেলার জায়গা
ফুসরত-
অবসর
কাঁকন-
হাতে পড়া গহনা
দম্ভ-
গর্ব
জেরবার-
অস্থির
বরকন্দাজ-
পাহারাদার
তেষ্টা-
তৃষ্ণা
কিরন-
আলো
ধরা –
পৃথিবী
পতন-
নিচে পড়া
কান্ডজ্ঞান-
স্বাভাবিক জ্ঞানবুদ্ধি
গহ্বর-
গর্ত
নির্জন-
জনশূণ্যস্থান
তট-
নদীর তীর
নিরবধি-
অনবরত
বেনুবন-
বাঁশবন
অনন্ত-
অশেষ
অসীম-
সীমাহীন
মহান-
উদার
ভূলোক-
পৃথিবী
যাচি-
প্রার্থনা করি
পবথা-
পথ
পরিতাপ-
দুঃখ
অবরুদ্ধ-
বন্দী
বরেন্য-
মান্য
পাষন্ড-
নির্দয়
মনস্বী-
উদারমনা
যশস্বী-
বিখ্যাত
অবধারিত-
অনিবার্য
অভিভুত-
আচ্ছন্ন হয়ে পড়া
নিদর্শন-
প্রমান
বিশিষ্ট-
বৈশিষ্ট্যপূর্ণ
প্রাপ্ত-
যা পাওয়া গেছে
সাঙ্গ-
শেষ
শেরপা-
নেপালের অধিবাসী
উদ্দীপ্ত-
উজ্জ্বীবিত
বর্গি-
মারাঠা দস্যু
হানাদার-
আক্রমনকারী
উদগ্রীব-
খুব আগ্রহী
প্রাপ্ত-
যা পাওয়া গেছে
দুই উচু
স্থানের সমতল ভূমি
দিগন্ত-
দিকের শেষ যেখানে
কড়ি-
একধরনের ছোট ঝিনুক
টেরা
কোটা- পোড়ামাটির তৈরি জিনিস
খাজনা-
কর
বেলাভূমি-
সমুদ্রের তীরে বালুময় স্থান।
অবলুপ্ত-
যা লোপ পেযেছে
দন্ডনীয়-
শাস্তি পাওয়ার যোগ্য
খুসবু-
সুগন্ধ
অগ্রবর্তী-
সামনের দিকে থাকেন যারা
আচ্ছাদন-
ছাউনি
গেরস্ত-
গৃহস্থ
নকশা-
রেখা দিয়ে আঁকা ছবি
শয়ান-
শুয়ে আছে এমন
ফেড়ে-
চিরে
বরণ-
কোনো কিছু সাদরে গ্রহণ
কর্তব্য-
যা করা প্রয়োজন
No comments:
Post a Comment