Saturday, October 6, 2018

এক কথায় প্রকাশ (রাজউক ভর্তি পরীক্ষা- ৬ষ্ঠ শ্রেণি)





যার তুলনা হয় না
অতুলনীয়
যার শত্রু জন্মায় নি
অজাতশত্রু
আকাশে যে উড়ে বেড়ায়
খেচর
যা কষ্টে লাভ করা যায়
দুর্লভ
মেধা আছে এমন যে জন
মেধাবী
বিচার বিবেচনা ছাড়া যা
নির্বিচার
বরণ করার যোগ্য
বরেণ্য
একযুগের পর আরেক যুগ
যুগান্তর


হাতে পরার গহনা
কাঁকন
মাটি ভেদ করে যে উঠে
উদ্ভিদ
শিল্পীদের গুরু

পরিহার করা যায় না এমন
অপরিহার্য
জানবার ইচ্ছা
জিজ্ঞাসা


বেঁচে আছে এমন
জীবিত
ভ্রমরের গান
গুঞ্জন
যা চুষে খাওয়া যায়
চূষ্য
নিজের জীবন উৎসর্গ করেছেন যিনি
আত্মদানকারী
যার সীমা নাই
অসীম
অগংকার নেই যার
নিরহংকারী
শক্তি আছে যার
শক্তিধর
যা লোপ পেয়েছে
অবলুপ্ত


ভিন্ন দেশে যে বাস করে
প্রবাসী
প্রতিজ্ঞা পূরণে সংকল্প যার দৃঢ়
দৃঢ়সংকল্প
কোনো ভাবেই পূরণ করা যায় না এমন
অপূরণীয়
শাস্তি পাওয়ার যোগ্য
দন্ডনীয়
ইতিহাস লেখেন বা জানেন যারা
ঐতিহাসিক
সংখ্যায় সবচেয়ে বেশি এমন
সংখ্যাগরিষ্ঠ
সমুদ্রের তীরে বালুময় স্থান
বেলাভূমি
যা নিষেধ করা হয়েছে
নিষিদ্ধ
যা প্রয়োগ করা যায়
প্রযোজ্য
কোনো কিছু সাদরে গ্রহণ
বরণ
রক্ত দিয়ে লাল হয়েছে এমন
রক্তরঞ্জিত
শুয়ে আছে এমন
শয়ান
রেখা দিয়ে আঁকা ছবি
নকশা
ঘারের উপর থেকে মাথা
গর্দান
খেতে ভালো লাগে এমন
স্বাদ
খেতে ভালো লাগেনা এমন
বিস্বাদ
ময়লা- আবর্জনা ফেলার জায়গা
আঁস্তাকুড়
মমতা আছে যে নারীর
মায়াবতী
যেখানে রাজার হাতি রাখা হয়
হাতি শাল
একের সঙ্গে অন্যের
পরস্পর
জনশুন্য স্থান
নির্জন
অন্যের অনিষ্ট কামনা
অভিশাপ
যে দয়া কামনা করে
করুনাকামী
শত্রুদিয়ে বেষ্টিত
অবরুদ্ধ
যা হবেই
অনিবার্য
কাপড়ের লম্বা টুকরা
পটি
যা পাওয়া গেছে
প্রাপ্ত
যাকে লঙ্ঘন বা অতিক্রম করা কঠিন
দুর্লঙ্ঘনীয়
সামনের দিকে থাকেন যারা
অগ্রবর্তী
বিশেষ গুরুত্বপূর্ণ মুহূর্ত
মাহেন্দ্রক্ষণ
যে অভিযান করে
অভিযাত্রিক

No comments:

Post a Comment