Tuesday, October 9, 2018

কবিতাংশটুকু পড়ে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও (পিইসি / রাজউক ভর্তি প্রস্তুতি -পঞ্চম শ্রেণি- বাংলা)


কবিতাংশটুকু পড়ে নিচের প্রশ্নগুলোর উত্তর দাওঃ
১। এই এ ছবি এমন আঁকা
ছবির মত দেশ,
দেশের মাটি দেশের মানুষ
নানা রকম বেশ,
বাড়ি বাগান পাখ-পাখালি
সব মিলে এক ছবি,
নেই তুলি নেই রঙ, তবুও
আঁকতে পারি সবই
ক) কবিতাংশটুকু কোন কবিতা থেকে নেয়া হয়েছে?
খ) কবিতাটির নাম লেখ। কবির রচিত দুটি কাব্যগ্রন্থের নাম লেখ।
গ) ‘সব মিলে এক ছবি’ বলতে কী বোঝানো হয়েছে?

২। পাতাল ফেড়ে নামব আমি
উঠব আমি আকাশ ফুঁড়ে
বিশ্বজগৎ দেখব আমি
আপনা হাতের মুঠোয় পুরে।
ক) কবিতাংশটুকু কোন কবিতা থেকে নেয়া হয়েছে?
খ) কবিতাটির নাম লেখ। কবির রচিত দুটি কাব্যগ্রন্থের নাম লেখ।
গ) বিশ্বজগৎ কবি হাতের মুঠোয় পুরে দেখতে চান কেন?

৩। শহরের পাতি কাক ডাকে ঝাঁকে ঝাঁকে
ছোটদের হইচই ইশকুল মাঠে।
সিডি চলে, টিভি চলে, বাজে টেলিফোন
শহুরে জীবন জ্বালা-শব্দ দূষণ।
পল্লির সেই সুরে ভরে যায় মন
দরজায় বেল বাজে, কান পেতে শোন।
গলি পথে ফেরিঅলা হাঁকে আর হাঁটে
ঘুম দেয়া মুশকিল হর্ণের  হাঁকে।
ক) কবিতার লাইনগুলো সাজিয়ে লেখ।
খ) কবিতাংশটুকু কোনো কবিতার অন্তর্গত?
গ) কবিতাটির কবির নাম কী?
ঘ) শহুরে জীবন জ্বালাময় কেন?

৪। সবার আছে গান
সাগর নদীর ঊর্মিমালার
দোয়েল কোয়েল ময়না কোকিল
মন ভোলানো সুর
মুগ্ধ সবার প্রান।
পাখির গানে পাখির সুরে
ক) কবিতার লাইনগুলো সাজিয়ে লেখ।
খ) কবিতাংশটুকু কোনো কবিতার অন্তর্গত?
গ) কবিতাটির কবির নাম কী?
ঘ) আমরা স্বাধীনভাবে বাংলায় কথা বলতে পারছি কেন?

৫। বাংলা আমার মায়ের ভাষা
মনের কথা কই।
ফেব্রুয়ারির গান।
আমার ভাইয়ের রক্তে লেখা
মায়ের মুখের মধুর ভাষায়
শহিদ ছেলের দান
ক) কবিতার লাইনগুলো সাজিয়ে লেখ।
খ) কবিতাংশটুকু কোনো কবিতার অন্তর্গত?
গ) কবিতাটির কবির নাম কী?
ঘ) ‘শহিদ ছেলের দান’ –বলতে কী বোঝানো হয়েছে?

৬। যুগান্তরের ঘূর্ণিপাকে।
ছুটছে তারা কেমন করে,
দেখব এবার জগৎটাকে
দেশ হতে দেশ দেশান্তরে
থাকব নাকো বদ্ধ ঘরে
কেমন করে ঘরছে মানুষ
ক) কবিতার লাইনগুলো সাজিয়ে লেখ।
খ) কবিতাংশটুকু কোনো কবিতার অন্তর্গত?
গ) কবিতাটির কবির নাম কী?
ঘ) কবি কী দেখতে চান?

৭। রৌদ্র লেখে জয়।
কালো সন্ধ্যা হয়,
আজ সেখানে নতুন করে
আজ সেখানে ভালো।
কাল সেখানে পরাজয়ের
কাল সেখানে মন্দ ছিল,
ক) কবিতার লাইনগুলো সাজিয়ে লেখ।
খ) কবিতাংশটুকু কোনো কবিতার অন্তর্গত?
গ) কবিতাটির কবির নাম কী?
ঘ) ‘আজ সেখানে নতুন করে রৌদ্র লেখে জয়’- বুঝিয়ে লেখ।

এভাবে বাকি কবিতাগুলো থেকে অনুশীলন করবে।

No comments:

Post a Comment