সঠিক উত্তরটি খাতায় লেখঃ
১। যে প্রক্রিয়া অনুসরণ করে একটি ডকুমেন্টের
ভুল-ভ্রান্তিগুলো ঠিক করা হয় তাকে কী বলে?
ক. সম্পাদনা খ. নির্বাচন গ. সংরক্ষণ ঘ. সীমাবদ্ধ
২। লাইনের শেষ কার্সর নিতে হলে কোন ‘কি’ চাপতে হবে?
ক. Home
খ. Shift+END
গ. Ctrl+END ঘ. END
৩। পেস্ট শব্দের আক্ষরিক অর্থ কী?
ক. কপি করা খ. মুছে ফেলা গ. নির্বাচন করা ঘ. আঠা লাগানো
৪। উচ্চারণ ভিত্তিক বাংলা সফটওয়্যার কোনটি?
ক. বিজ্ঞান খ. প্রবর্তন গ. লেখনী ঘ. অভ্র
৫। F12 ‘কি’ চাপলে নিচের কোন সফটওয়্যার চালু হয়?
ক. বিজ্ঞান খ. বিজয় গ. প্রবর্তনা ঘ. অভ্র
৬। ইন্টারনেটের সাহায্যে-
i. পাঠ্য বিষয়ে সহায়তা পাওয়া যায়
ii.
ভর্তি কার্যক্রম সম্পন্ন করা যায়
iii. অনলাইনে ক্লাস করা যায়
নিচেরে কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
৭। ১৯৯৩ সালে উদ্ভাবিত প্রথম ব্রাউজারের নাম কী ছিল?
ক. হোম পেজ খ. মোজাইক গ. ইয়াহু ঘ. আলটা-ভিসটা
৮। ইমেইল অর্থ কী?
ক. ইলেক্ট্রিক মেইল খ. ইন্টারন্যাশনাল মেইল গ. ইলেক্ট্রনিক মেইল ঘ. ইন্টারনেট মেইল
৯। ব্রাউজার কী?
ক. ওয়েব ওয়ার্ক খ. ওয়েব সফটওয়্যার গ. ওয়েব ডিজাইন ঘ. নেটওয়ার্ক
১০।নিচের কনটি মুদ্রিত বইয়ের ডিজিটাল সংস্করণ?
ক. ই-কমার্স খ. ই-বুক গ. ই-মেইল ঘ. ই-গভর্নেন্স
No comments:
Post a Comment