Tuesday, September 25, 2018

NCTB থেকে ডাউনলোড করুন সকল বই

জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (NCTB) এর ওয়েবসাইট। ডাউনলোড করুন প্রাথমিক,মাধ্যমিক, ইফতেদায়ী সহ জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (NCTB) কর্তৃক প্রকাশিত সকল স্তরের সকল বই। ডাউনলোড করতে নিচের আইকনে ক্লিক করুন।
📖

এবছর নির্বাচনী পরীক্ষায় অনুর্ত্তীর্ণ শিক্ষার্থীরা এসএসসি ও এইচএসসি পরীক্ষার ফরম পূরণ করতে পারবেনা

এবছর এসএসসি ও এইচএসসি পর্যায়ে নির্বাচনী পরীক্ষায় অনুর্ত্তীর্ণ শিক্ষার্থীরা এসএসসি ও এইচএসসি পরীক্ষার ফরম পূরণ করতে পারবেনা এই মর্মে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। সেই সাথে বিদ্যালয় এবং কলেজগুলোকে নির্বাচনী পরীক্ষার উত্তরপত্র ছয় মাস পর্যন্ত সংরক্ষনের জন্য নির্দেশ দেয়া হয়েছে।


প্রাথমিক সমাপনী পরীক্ষার স্পেশাল মডেল টেস্ট; বিষয়ঃ বাংলাদেশ ও বিশ্বপরিচয়


প্রাথমিক সমাপনী পরীক্ষার স্পেশাল মডেল টেস্ট
বিষয়ঃ বাংলাদেশ ও বিশ্বপরিচয়
পূর্ণমান: ১০০,                                               সময়: ২ ঘণ্টা ৩০ মিনিট
[১০০% যোগ্যতাভিত্তিক। ডান পাশে উল্লিখিত সংখ্যা প্রশ্নের পূর্ণমান জ্ঞাপক]
১। নিচের প্রশ্নগুলোর উত্তর সংক্ষেপে উত্তরপত্রে লেখো। ২×১৫=৩০
পাকিস্তানি বাহিনীর নারকীয় হত্যাযজ্ঞ পরিচালিত হয় কবে?
কখন বিশ্বের মানচিত্রে বাংলাদেশ স্বাধীন রাষ্ট্রের মর্যাদা লাভ করে?
দেশের মৌলিক চাহিদা ঠিকমতো পূরণ করা যায় না কেন?
অতিরিক্ত জনসংখ্যাকে কী উপায়ে দেশের অর্থনৈতিক উন্নয়নে ব্যবহার করা যায়?
বাংলার শেষ স্বাধীন নবাব কে?
কারিগরি শিক্ষা কেন প্রয়োজন?
বাংলাদেশের প্রধান অর্থকরী কৃষিদ্রব্য কী কী?
মহাস্থানগড়ে কোন নগরের ধ্বংসাবশেষ রয়েছে?
শিল্পাচার্য জয়নুল আবেদিন সোনারগাঁয়ে লোকশিল্প জাদুঘর প্রতিষ্ঠা করেন কেন?
অধিকাংশের মতামতের ভিত্তিতে যে সিদ্ধান্ত নেওয়া হয় তাকে কী বলে?
ট। মানুষের মৌলিক চাহিদাগুলো কী?
ঠ। আবহাওয়া বলতে কী বোঝো?
ড। খরার কারণে কী সমস্যা হয়?
ঢ। গণতন্ত্রের অর্থ কী?
ণ। বাংলাদেশের প্রধান প্রধান আমদানি ও রপ্তানি দ্রব্যের নাম লেখো।
২। সঠিক শব্দ দিয়ে শূন্যস্থান পূরণ করঃ (১৪ টির মধ্যে যে কোনো ১২টি ) ১×১২=১২
ক) মৌর্য আমলে মহাস্থাঙ্গড় পরিচিত ছিল _______ নামে।
খ) পাহাড়পুড়ে পাওয়া গেছে জীবজন্তুর মূর্তি ও _______।
গ) আহসান মঞ্জিল ছিল বাংলার নবাবদের _________।
ঘ) বাংলা ______ সালে যে দুর্ভিক্ষ তা ‘ছিয়ত্তরের মন্বন্তর’ নামে পরিচিত
ঙ) মুক্তিযুদ্ধকালীন ভারত মিত্রবাহিনী নামে একটি _____ বাহিনী গঠণ করে।
চ) মুক্তি যুদ্ধে সেক্টর ছিল ____ ।
ছ) বাংলাদেশ একটি উর্বর ______ অঞ্চল।
জ) _______ আমাদের প্রধান অর্থকরী ফসল।
ঝ) অটিস্টিক শিশুদের _______ কম।
ঞ) মহিলা ও শিশু বিষয়ক _______ নারী নির্যাতন প্রতিরোধে কাজ করছে।
ট) নদী ভাঙনের অন্যতম কারণ হলো ______।
ঠ) বাংলাদেশের ____ অঞ্চল অধিক ভূমিকম্পপ্রবণ।
ড) কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে বিভিন্ন কাজের ______ দেওয়া হয়।
ঢ) পরস্পরের মতের প্রতি _______ হব।
৩। বামপাশের বাক্যাংশের সাথে ডান পাশের বাক্যাংশগুলোর মিল করঃ ১০
বামপাশ
ডানপাশ
. ভারতের বিভিন্ন অঞ্চলে
ওভার ব্রিজ ব্যবহার করব।
. রাস্তা পারাপারে
বাংলাদেশ একটি গণতান্ত্রিক রাষ্ট্র।
. যৌতুকের জন্য
সার্ক গঠিত হয়।
. ত্রিপুরা জনগোষ্ঠী
আমরা পুলিশের সাহায্য নেব।
. ১৯৮৫ সালের ডিসেম্বর মাসে
যোদ্ধাদের প্রশিক্ষণ দেওয়া হত।

সমাজে দলবদ্ধভাবে বাস করে।

নারীরা নির্যাতিত হচ্ছে।

নিচের প্রশ্ন গুলোর উত্তর সংক্ষেপে উত্তরপত্রে লেখ: ৬×৮=৪৮
সমাজ কাকে বলে? সমাজকে সুন্দর-সুশৃকঙ্খল রাখতে আমাদের কী রয়েছে? সমাজকে সুন্দর-সুশৃকঙ্খল রাখতে আমাদের চারটি দায়িত্ব উল্লেখ কর?
গণতণত্রের অর্থ কী? গণতন্ত্রের মূল কথা কী? গণতন্ত্র সম্পর্কে চারটি বাক্য লেখ।
গ। শহীদ বুদ্ধিজীবী কারা? বুদ্ধিজীবীদের হত্যা করা হয়েছিল কেন? বুদ্ধিজীবী হত্যার চারটি ফলাফল লেখ।
ঘ। কতসালে পলাশীর যুদ্ধ হয়েছিল? পলাশীর যুদ্ধ কেন হয়েছিল? এ যুদ্ধের চারটি ফলাফল লেখ।
 ঙ। জাতিসংঘ কত সালে গঠিত হয়েছিল? বর্তমানে এর সদস্য সংখ্যা কত? জাতিসংঘ গঠণের চারটি উদ্দেশ্য লেখ।
চ। তামাক কী? তামাক চাষ নিরুৎসাহিত করা প্রয়োজন কেন? তামাকের চারটি ক্ষতিকর দিক লেখ।
ছ। জলবায়ু কাকে বলে? জলবায়ু পরিবর্তন হয় কেন? বাংলাদেশে জলবায়ু পরিবর্তনের চারটি প্রভাব লেখ।
জ। মানবাধিকার কী মানবাধিকার রক্ষা করা প্রয়োজন কেন? মানবাধিকার রক্ষা করার চারটি উপায় লেখ।
ঝ। জনসংখ্যার ঘনত্ব কী? বাংলাদেশে জনসংখ্যার ঘনত্ব বেশি কেন? অতিরিক্ত জনসংখ্যার চারটি ফলাফল লেখ।
ঞ। বীরশ্রেষ্ঠ কারা? বীরশ্রেষ্ঠ উপাধি প্রদান করা হয়েছিল কেন? মুক্তিযুদ্ধে বীরশ্রেষ্ঠদের অবদান চারটি বাক্যে লেখ।

ষষ্ঠ শ্রেণি গণিত

৮, ২, ০, ৪, ৩, ৫ কয়েকটি অংক।
ক. প্রদত্ত অংকগুলোর স্বার্থক অংকগুলো লেখ।
খ. প্রদত্ত অংকগুলো দ্বারা গঠিত বৃহত্তম সংখ্যা ৬ দ্বারা বিভাজ্য কি-না নির্ণয় কর।
গ. প্রদত্ত অংকগুলো দ্বারা গঠিত বৃহত্তম সংখ্যার স্বার্থক অংকগুলোর স্থানীয় মান নির্ণয় কর।

৭ম শ্রেণি - গণিত

 বিষয়ঃ গণিত
একটি সৈন্যদলকে ৪, ৫, ১২ সারিতে সাজানো যায় কিন্তু বর্গাকারে সাজানো যায় না।
ক. ১২ এর গূণনীয়কগুলো কী কী?
খ. সৈন্যসংখ্যাকে কোন ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা গুণ করলে সৈন্যদলকে বর্গাকারে সাজানো যাবে?
গ. ঐ দলে কমপক্ষে কতজন সৈন্য যোগ দিলে সৈন্যদলকে বর্গাকারে সাজানো যাবে?

Changing Sentences (Transformation)

Subject : English 2nd paper

👉 Change the following sentences as directed in the brackets.

a. Book is the best of all friends. (comparative)
b. It delights us. (Interrogative)
c. Book is cheaper than most other things. (Positive)
d. A good student never neglects his lesson. (Affirmative)
e. It is more valuable than any other thing. (Positive)
f. Gold is the most precious metal. (Positive)
g. He is as dull as an ass. (Superlative)
h. Every woman likes it. (Negative)
i. Who does not like gold? (Affirmative)
j. Very few metals are as useful as Iron. (Superlative)

JSC (৮ম) বিজ্ঞান-৪র্থ অধ্যায়

 শিপ্রা তার টবে লাগানো পেয়ারা গাছে অনেক পেয়ারা ধরায় খুব খুশী হলো। সে ঢাকায় চাকরিরত বাবার জন্য কয়েকটি পেয়ারা স্বচ্ছ পলিথিন দিয়ে বেঁধে রাখলো। কিছুদিন পর বাবা বাড়ি আসলে পেয়ারা ছিঁড়তে গিয়ে সে অবাক হয়ে দেখল যে, পলিথিনের ভিতর ফোঁটা ফোঁটা পানি জমে আছে।
ক) ভেদ্য পর্দা কী? ১
খ) Necessary evil বলতে কী বোঝায়? ২
গ) পলিথিনের ভিতর পানি জমার কারণ ব্যাখ্যা কর। ৩
ঘ) পলিথিনের ভিতর পানি জমার প্রকৃয়াটি উদ্ভিদ জীবনে কী গুরুত্ব বহন করে? বিশ্লেষণ কর। ৪

JSC (৮ম) গণিত-জ্যামিতি


  অন্তু PQRS চতুর্ভুজ  আঁকতে চাইল যার বাহুগুলো সমান এবং  P=80°, Q=100°, R=80°।
ক. ˂S-এর মান কত হলে চতুর্ভুজটি অঙ্কন সম্ভব? ২
খ. বিবরণসহ চতুর্ভুজটি অঙ্কন কর। ৪
গ. দেখাও যে,
PQRS চতুর্ভুজটি কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে। ৪

পিইসি স্পেশাল ইসলাম ও নৈতিক শিক্ষা মডেল টেস্ট



পিইসি স্পেশাল মডেল টেস্ট

বিষয়ঃ ইসলাম ও নৈতিক শিক্ষা
সময়-২ঘণ্টা ৩০ মিনিট ;   পূর্ণমান-১০০
[১০০% যোগ্যতাভিত্তিক। ডান পাশে উল্লিখিত সংখ্যা প্রশ্নের পূর্ণমান জ্ঞাপক]
১। নিচের প্রশ্নগুলোর উত্তর সংক্ষেপে উত্তরপত্রে লেখঃ       X১৫ =৩০ 
১। ইমান শব্দের অর্থ কী?
২। আমাদের সত্য বলা উচিত কেন?
৩। আমরা কী বলে আল্লাহর শোকর আদায় করব?
৪। আল্লাহ আমাদের কেন সৃষ্টি করেছেন?
৫। ইসলামের রুকন কয়টি কী কী?
৬। সালাতের নিষিদ্ধ সময়গুলো কী কী?
৭। মুসাফির কাকে বলে?
৮। আরকান কাকে বলে?
৯। হজের ফরজ কয়টি এবং কী কী?
১০। কুরবানি কাকে বলে?
১১। সৃষ্টির সেবা কাকে বলে?
১২। প্রাকৃতিক পরিবেশ কাকে বলে
১৩। আমরা কেন কুরআন তেলাওয়াতের সময় ওয়াকফ করব?
১৪। দুই ঠোঁট থেকে কোন কোন হরফ উচ্চারিত হয়?
১৫। গুন্নাহ এর হরফ কতটি ও কী কী?
২। সঠিক শব্দ দিয়ে শুন্যস্থান পূরণ কর : (১৪ টির মধ্যে যে কোনো ১২ টি প্রশ্নের উত্তর দাও)                                   X১২=১২
) পৃতিবীর সবকিছু _________ সৃষ্টি।
) আল্লাহ সব দেখেন বিধায় আল্লাহ _____________।
) পিতার সন্তুষ্টিতে আল্লাহ তায়ালা __________ হন।
) আরবি হরফ উচ্চারণের ________ স্থান রয়েছে।
) আরবিতে বিরামচিহ্নকে বলে _________।
) মদিনা সনদে _________ ধারা ছিল।
) __________ সন্তুষ্টি লাভের লক্ষ্যে আকিকা করতে হয়।
) কুরআন মজিদের কথার কোনো ______ হবে না।
) সূরা কাফিরুনের আয়াত সংখ্যা ________।
) যাকাতদাতার অন্তর __________ কলুষতা থেকে মুক্ত।
) দ্বিতীয় হিজরির __________ রমযান বদর যুদ্ধ সংঘটিত হয়।
) মানুষ সৃষ্টির __________
) রিসালাত মানে _________
) মহানবি (স) ক্ষুধার্তকে ________ দিতে বলেছেন।
বামপাশের বাক্যাংশের সাথে ডান পাশের বাক্যাংশগুলোর মিল করঃ ১০

বামপাশ
ডানপাশ
. পবিত্র কুরআন
মানুষকে ক্ষমা করা।
. ইবাদত মানে
খাদিজা অত্যন্ত মুগ্ধ হন।
. আল্লাহ যেমন মানুষকে ক্ষমা করে দেন তেমনি আমাদের উচিত
পৃথিবীর নেতৃত্ব দিতে পেরেছিলেন।
. কুরআন মজিদের পুরোপুরি অনুসরণের কারনেই সাহাবিরা
পড়তে ও বুঝতে হবে।
. মাইসারার কাছে মহানবি (স) সম্পর্কে জানতে পেরে
আনুগত্য করা।

আল্লাহর দাসত্ব করা।

খাদিজা তার প্রতি দুর্বল হন।
কাঠামোবদ্ধ উত্তর প্রশ্নঃ (যেকোনো ৮টি প্রশ্নের উত্তর দাও) X=৪৮  
) সর্বশেষ নবি কে ছিলেন? হযরত মুহাম্মদ (স) এর জন্মের সময় আরবের অবস্থা কেমন ছিল? পাঁচটি বাক্যে লিখ।

) সালাতের ওয়াজিব কয়টি বলে তুমি জান? পাঁচটি ওয়াজিব লেখ।
) সদাচার কী? সকলের ঘৃনা হতে রক্ষা পেতে তুমি কী করবে তা পাঁচটি বাক্যে লেখ।
) তাজবিদ কী? মাখরাজের পাঁচটি ব্যবহার লেখ।
) আখিরাত কী? আখিরাত জীবনের নানা গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে। আখিরাত জীবনের  গুরুত্বপূর্ণ বিষয়গুলোর মধ্যে পাঁচটি লেখ।
) সততা কী? সৎ হতে হলে যে গুণগুলো থাকা প্রয়োজন তা পাঁচটি বাক্যে লেখ।
) হযরত নূহ (আ) কত বছর দীনের দাওয়াত দেন? হযরত নূহ (আ) যে শিক্ষা দিয়েছিলেন তা পাঁচটি বাক্যে লেখ।
) আমাদের পালনকর্তা কে? সারা বিশ্বের পালনকর্তা সম্পর্কে পাঁচটি বাক্য লেখ।
) এ পৃথিবীতে সবচেয়ে আপনজন কারা? তুমি কিভাবে তাদের খেদমত করবে তা পাঁচটি বাক্যে লেখ।
) মদিনা সনদ কী? মদিনা সনদের পাঁচটি ধারা লেখ।