প্রাথমিক সমাপনী পরীক্ষার স্পেশাল মডেল টেস্ট
বিষয়ঃ বাংলাদেশ ও বিশ্বপরিচয়
পূর্ণমান: ১০০, সময়: ২ ঘণ্টা ৩০ মিনিট
পূর্ণমান: ১০০, সময়: ২ ঘণ্টা ৩০ মিনিট
[১০০% যোগ্যতাভিত্তিক। ডান পাশে উল্লিখিত সংখ্যা প্রশ্নের পূর্ণমান
জ্ঞাপক]
১। নিচের প্রশ্নগুলোর উত্তর সংক্ষেপে উত্তরপত্রে লেখো। ২×১৫=৩০
ক। পাকিস্তানি বাহিনীর
নারকীয় হত্যাযজ্ঞ পরিচালিত হয় কবে?
খ। কখন বিশ্বের মানচিত্রে বাংলাদেশ স্বাধীন রাষ্ট্রের মর্যাদা লাভ করে?
খ। কখন বিশ্বের মানচিত্রে বাংলাদেশ স্বাধীন রাষ্ট্রের মর্যাদা লাভ করে?
গ। দেশের মৌলিক চাহিদা ঠিকমতো
পূরণ করা যায়
না কেন?
ঘ। অতিরিক্ত জনসংখ্যাকে কী উপায়ে দেশের অর্থনৈতিক উন্নয়নে ব্যবহার করা যায়?
ঘ। অতিরিক্ত জনসংখ্যাকে কী উপায়ে দেশের অর্থনৈতিক উন্নয়নে ব্যবহার করা যায়?
ঙ। বাংলার শেষ স্বাধীন নবাব
কে?
চ। কারিগরি শিক্ষা কেন
প্রয়োজন?
ছ। বাংলাদেশের প্রধান অর্থকরী কৃষিদ্রব্য কী কী?
ছ। বাংলাদেশের প্রধান অর্থকরী কৃষিদ্রব্য কী কী?
জ। মহাস্থানগড়ে কোন
নগরের ধ্বংসাবশেষ রয়েছে?
ঝ। শিল্পাচার্য জয়নুল আবেদিন সোনারগাঁয়ে
লোকশিল্প জাদুঘর প্রতিষ্ঠা করেন কেন?
ঞ। অধিকাংশের মতামতের
ভিত্তিতে যে সিদ্ধান্ত নেওয়া হয় তাকে কী বলে?
ট।
মানুষের মৌলিক চাহিদাগুলো কী?
ঠ। আবহাওয়া বলতে কী বোঝো?
ড। খরার কারণে কী সমস্যা হয়?
ঠ। আবহাওয়া বলতে কী বোঝো?
ড। খরার কারণে কী সমস্যা হয়?
ঢ।
গণতন্ত্রের অর্থ কী?
ণ।
বাংলাদেশের প্রধান প্রধান আমদানি ও রপ্তানি দ্রব্যের নাম লেখো।
২। সঠিক শব্দ দিয়ে শূন্যস্থান পূরণ করঃ (১৪ টির মধ্যে
যে কোনো ১২টি ) ১×১২=১২
ক) মৌর্য আমলে মহাস্থাঙ্গড় পরিচিত ছিল _______ নামে।
খ) পাহাড়পুড়ে পাওয়া গেছে জীবজন্তুর মূর্তি ও _______।
গ) আহসান মঞ্জিল ছিল বাংলার নবাবদের _________।
ঘ) বাংলা ______ সালে যে দুর্ভিক্ষ তা ‘ছিয়ত্তরের
মন্বন্তর’ নামে পরিচিত।
ঙ) মুক্তিযুদ্ধকালীন ভারত মিত্রবাহিনী নামে একটি _____ বাহিনী গঠণ করে।
চ) মুক্তি যুদ্ধে সেক্টর ছিল ____ ।
ছ) বাংলাদেশ একটি উর্বর ______ অঞ্চল।
জ) _______ আমাদের প্রধান অর্থকরী ফসল।
ঝ) অটিস্টিক শিশুদের _______ কম।
ঞ) মহিলা ও শিশু বিষয়ক _______ নারী নির্যাতন
প্রতিরোধে কাজ করছে।
ট) নদী ভাঙনের অন্যতম কারণ হলো ______।
ঠ) বাংলাদেশের ____ অঞ্চল অধিক ভূমিকম্পপ্রবণ।
ড) কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে বিভিন্ন কাজের ______
দেওয়া হয়।
ঢ) পরস্পরের মতের প্রতি _______ হব।
৩। বামপাশের বাক্যাংশের সাথে ডান পাশের বাক্যাংশগুলোর মিল করঃ ১০
৩। বামপাশের বাক্যাংশের সাথে ডান পাশের বাক্যাংশগুলোর মিল করঃ ১০
বামপাশ
|
ডানপাশ
|
ক. ভারতের বিভিন্ন
অঞ্চলে
|
ওভার ব্রিজ ব্যবহার করব।
|
খ. রাস্তা পারাপারে
|
বাংলাদেশ একটি গণতান্ত্রিক রাষ্ট্র।
|
গ. যৌতুকের জন্য
|
সার্ক গঠিত হয়।
|
ঘ. ত্রিপুরা জনগোষ্ঠী
|
আমরা পুলিশের সাহায্য নেব।
|
ঙ. ১৯৮৫ সালের
ডিসেম্বর মাসে
|
যোদ্ধাদের প্রশিক্ষণ দেওয়া হত।
|
|
সমাজে দলবদ্ধভাবে বাস করে।
|
|
নারীরা নির্যাতিত হচ্ছে।
|
৪। নিচের প্রশ্ন গুলোর উত্তর সংক্ষেপে উত্তরপত্রে
লেখ: ৬×৮=৪৮
ক। সমাজ কাকে বলে? সমাজকে সুন্দর-সুশৃকঙ্খল রাখতে আমাদের কী রয়েছে? সমাজকে সুন্দর-সুশৃকঙ্খল রাখতে আমাদের চারটি দায়িত্ব উল্লেখ কর?
ক। সমাজ কাকে বলে? সমাজকে সুন্দর-সুশৃকঙ্খল রাখতে আমাদের কী রয়েছে? সমাজকে সুন্দর-সুশৃকঙ্খল রাখতে আমাদের চারটি দায়িত্ব উল্লেখ কর?
খ। গণতণত্রের অর্থ কী? গণতন্ত্রের মূল কথা
কী? গণতন্ত্র সম্পর্কে চারটি বাক্য লেখ।
গ। শহীদ
বুদ্ধিজীবী কারা? বুদ্ধিজীবীদের হত্যা করা হয়েছিল কেন? বুদ্ধিজীবী হত্যার চারটি
ফলাফল লেখ।
ঘ।
কতসালে পলাশীর যুদ্ধ হয়েছিল? পলাশীর যুদ্ধ কেন হয়েছিল? এ যুদ্ধের চারটি ফলাফল লেখ।
ঙ। জাতিসংঘ কত সালে গঠিত হয়েছিল? বর্তমানে এর
সদস্য সংখ্যা কত? জাতিসংঘ গঠণের চারটি উদ্দেশ্য লেখ।
চ।
তামাক কী? তামাক চাষ নিরুৎসাহিত করা প্রয়োজন কেন? তামাকের চারটি ক্ষতিকর দিক লেখ।
ছ।
জলবায়ু কাকে বলে? জলবায়ু পরিবর্তন হয় কেন? বাংলাদেশে জলবায়ু পরিবর্তনের চারটি
প্রভাব লেখ।
জ।
মানবাধিকার কী মানবাধিকার রক্ষা করা প্রয়োজন কেন? মানবাধিকার রক্ষা করার চারটি
উপায় লেখ।
ঝ।
জনসংখ্যার ঘনত্ব কী? বাংলাদেশে জনসংখ্যার ঘনত্ব বেশি কেন? অতিরিক্ত জনসংখ্যার
চারটি ফলাফল লেখ।
ঞ।
বীরশ্রেষ্ঠ কারা? বীরশ্রেষ্ঠ উপাধি প্রদান করা হয়েছিল কেন? মুক্তিযুদ্ধে
বীরশ্রেষ্ঠদের অবদান চারটি বাক্যে লেখ।
No comments:
Post a Comment