Tuesday, September 25, 2018

JSC স্পেশাল ইসলাম ও নৈতিক শিক্ষা মডেল টেস্ট


জেএসসি স্পেশাল মডেল টেস্ট
বিষয়ঃ ইসলাম ও নৈতিক শিক্ষা
সময়ঃ ২ ঘন্টা                                                          পূর্ণমানঃ ৭০
[ডান পাশের সংখ্যা প্রশ্নের পূর্ণমান জ্ঞাপক। প্রদত্ত উদ্দীপকগুলো মনোযোগ দিয়ে পড় এবং সংশ্লিষ্ট প্রশ্নগুলোর যথাযথ উত্তর দাও। প্রত্যেক অংশ থেকে কমপক্ষে দুটি করে মোট ছয়টি প্রশ্নের উত্তর দাও।]
১. আনোয়ার ও মনোয়ার দুই বন্ধু। ইসলামের বিভিন্ন বিষয় নিয়ে কথা বলছিল। আনোয়ার বলল, পৃথিবীর জীবনই সবকিছু। মৃত্যুর পরে আর কিছু নেই।একথা শুনে মনোয়ার বলল, দুনিয়ার সকল কাজকর্মের জন্য আমাদের জবাবদিহি করতে হবে।
ক. কিয়ামত শব্দের অর্থ কী?     
খ. মহানবী (সা.)-এর শাফাআত ছাড়া জান্নাত লাভ সম্ভব নয়- ব্যাখ্যা কর।     
গ. আনোয়ারের ধারণা কোন বিশ্বাসের পরিপন্থী? ব্যাখ্যা কর।
ঘ. মনোয়ারের বক্তব্যের যথার্থতা ইসলামের আলোকে বিশ্লেষণ কর।  
২. রুখসাত মিয়া লোকদেরকে বিপদে ফেলার জন্য তাদের গোপন বিষয় অন্যদের নিকট প্রকাশ করে দেয় এবং অন্যের গচ্ছিত সম্পদ যথাসময়ে মালিককে ফেরত দেয় না। তার স্ত্রী রুহানা বেগম বললেন, তোমার কর্মকাণ্ড হাদিসের পরিপন্থী।
ক. তাকদির শব্দের অর্থ কী?
খ.প্রতারণা বর্জনীয় কেন? ব্যাখ্যা কর। ২
গ. রুখসাত মিয়ার আচরণের মাধ্যমে কোন বিষয়টি প্রকাশ পেয়েছে? ব্যাখ্যা কর।      
ঘ. রুহানা বেগমের মন্তব্যটি সংশ্লিষ্ট হাদিসের আলোকে বিশ্লেষণ কর। ৪
৩. মিজান সাহেব ভুলবশত পাপের কাজ করে ফেলেন। তার বন্ধু মনসুর সাহেববললেন, আপনার কাজের জন্য পরকালে হিসাব দিতে হবে। মিজান সাহেব বলেন, তা হবে কেন? বিষয়টি নিয়ে মসজিদের ইমাম সাহেবের নিকট গেলে তিনি কোরআনের উদ্ধৃতি দিয়ে বলেন, আল্লাহ বলেছেন, এবং আমি অবশ্যই অতি ক্ষমাশীল তার প্রতি, যে তাওবা করে, ইমান আনে, সৎকাজ করে ও সৎপথে অবিচল থাকে।
ক. হাসিবুন শব্দের অর্থ কী?      
খ. আল্লাহ সর্ব বিষয়ে শক্তিমান।ব্যাখ্যা কর।        
গ. মিজন সাহেবের ধারণা কোরআন ও হাদিসের সাথে কতটুকু সঙ্গতিপূর্ণ? ব্যাখ্যা কর। ৩
ঘ. ইমাম সাহেবের বক্তব্য ইসলামের আলোকে বিশ্লেষণ কর।
৪. মাহফুজ সাহেব ২০১১ সালে পূর্ণ এক বছর যাবৎ দশ লক্ষ টাকার মালিক ছিলেন এবং বছর শেষে ২০১২ সালে কিছু টাকা মসজিদ নির্মাণে জাকাত হিসেবে দান করেন। তার বন্ধু মাহবুব সাহেব বলেন, যথাযথ নিয়মে আপনার সম্পদের জাকাত আদায় করতে হবে। কারণ, কোরআনে জাকাত প্রদানের খাতসমূহ নির্ধারিত।
ক. জাকাত ফরজ হওয়ার প্রথম শর্ত কোনটি?     
খ. জাকাত দিলে মাল পবিত্র হয়। ব্যাখ্যা কর।      
গ. ২০১২ সালে মাহফুজ সাহেবকে কত টাকা জাকাত দিতে হবে? ব্যাখ্যা কর।
ঘ. মাহফুজ সাহেবের জাকাত আদায় হয়েছে কি? বিশ্লেষণ কর।      
৫. জনাব এম মিয়া তার মেয়ের বিয়েতে এলাকার নামিদামি লোকদের দাওয়াত দেন। নির্ধারিত দিনে হাজার হাজার লোকের সমাগম হয়। এদের মধ্যে যারা নোংরা পোশাকে এসেছিল, তিনি তাদেরকে দূর দূর বলে তাড়িয়ে দেন।
ক. অহংকারের স্তর কয়টি?
খ. আখলাকে যামিমা বলতে কী বোঝায়?
গ. জনাব এম মিয়ার আচরণে কী প্রকাশ পেয়েছে? ব্যাখ্যা কর। ৩
ঘ.জনাব এম মিয়ার আচরণের পরিণতি কোরআন ও হাদিসের আলোকে বিশ্লেষণ কর। ৪
৬. জুমার খুতবায় মসজিদের ইমাম সাহেব বলেন, কোনো এক রাতে ইবাদত হাজার মাসের ইবাদতের চেয়ে উত্তম। খুতবা থেকে যায়েদের ধারণা হল, এ রাতের ইবাদত অতি গুরুত্বপূর্ণ এবং অতিরিক্ত সওয়াব লাভের উপায়। এর পরিপূর্ণ ফজিলত পেতে হলে সারা বছরের অন্যান্য ইবাদত পালন করা উচিত?
ক. তারতিল কাকে বলে?
খ. কোরআন তিলাওয়াত শ্রেষ্ঠ ইবাদত। বুঝিয়ে লেখ। ২
গ. ইমাম সাহেব এক রাতের ইবাদত বলতে কোন রাতকে বুঝিয়েছেন? ব্যাখ্যা কর। ৩
ঘ. যায়েদের ধারণার পক্ষে তোমার বক্তব্য কোরআন-হাদিসের আলোকে বিশ্লেষণ কর। ৪
৭. রাফিন ও শাফিন মাতৃহীন দুই সহোদর। পিতা বিদেশে অবস্থানের কারণে তারা বিপথগামী হয়। রাফিন অসৎ বন্ধুদের সঙ্গে মিলে পথিকের সর্বস্ব ছিনিয়ে নেয়ার কাজে লিপ্ত। অন্যদিকে শফিক লজ্জাশীলতাকে হারিয়ে পথভ্রষ্ট হয়।
ক. অশ্লীলতা শব্দের অর্থ কী?
খ. পূর্ববর্তীউম্মতের কোন দুটি রোগ আমাদের মধ্যে সংক্রমিত হয়েছে বুঝিয়ে লেখ। ২
গ. রাফিনের কাজটি কী হিসেবে গণ্য হবে? ব্যাখ্যা কর। ৩
ঘ. শাফিনের কাজের পরিণতি ইসলামী শরিয়তের আলোকে বিশ্লেষণ কর। ৪
৮. মজনু মিয়ার আদর্শ স্ত্রী মর্জিনা। প্রায়ই তিনি স্ত্রীর প্রতি অসদাচরণ করেন। তরকারি সুস্বাদু না হলে, কাপড়-চোপড়, ঘর-দরজা পরিষ্কার করতে দেরি হলে তিনি তার প্রতি অসদ্ব্যবহার করেন। একদিন তার স্ত্রী বললেন, তুমি মহানবী (সা.)-এর বিদায় হজের ভাষণ থেকে শিক্ষাগ্রহণ করলে এমন খারাপ আচরণ কখনোই করতে পারতে না।
ক. রাসূলুল্লাহ (সা.) কোন মাসে ইন্তেকাল করেন?
খ. বিদায় হজে মহানবী (সা.)-এর ভাষণ মানবাধিকারের সনদ হিসেবে বিখ্যাত?- বুঝিয়ে লেখ। ২
গ. মজনু মিয়ার কর্মকাণ্ড ইসলামের আলোকে ব্যাখ্যা কর। ৩
ঘ. মর্জিনার বক্তব্যের যথার্থতা বিদায় হজের ভাষণের আলোকে মূল্যায়ন কর। ৪
৯. কোরআন মাজিদ তিলাওয়াত প্রতিযোগিতায় আট বছরের ফাহিম প্রথম হলে আজমল সাহেব তার একমাত্র ছেলে রিফাতকে কোরআন শিখিয়ে বড় আলিম বানানোর সিদ্ধান্ত নেন। এতে রিফাতের নানা খুশি হয়ে আজমলকে নিচের হাদিসটি শুনিয়ে দেয়- কোরআন তিলাওয়াত শ্রেষ্ঠ ইবাদত, তোমরা কোরআন তিলাওয়াত কর, কেননা কিয়ামতের দিন স্বীয় পাঠকের জন্য সুপারিশ করবে।
ক. নুন সাকিন ও তানবিনকে কয়টি নিয়মে পড়তে হয়?
খ. তাজবিদ বলতে কী বোঝায়?
গ. আজমল সাহেবের সিদ্ধান্তের মাধ্যমে কোন বিষয়টি প্রকাশ পেয়েছে? ব্যাখ্যা কর। ৩
ঘ. রিফাতের নানা খুশি হওয়ার কারণ উদ্দীপকে বর্ণিত হাদিসটির আলোকে বিশ্লেষণ কর। ৪

১০। মকবুল সাহেব অনেক বড় লোক। প্রতি বৎসর হজ্জ করেন।  কিন্তু যাকাত দেয়ার ব্যাপাওে হাত তার অনঢ়। তার বন্ধু মাস্টার শুক্কুর সাহেব তাকে বলেন, দোস্ত হজ্জ করলে হাজী নামটাই ধারণ করতে পারবি। কিন্তু যাকাত না দিলে আলস্নাহর রেজাসন্দি হাসিল করতে পারবিনা। তোর নিকট যে সম্পদ তা আমানত স্বরূপ। এগুলোর মধ্যে শুধু তোর অধিকার নেই; গরীর দুস্থদের ও অধিকার রয়েছে। ইসলামে পুজিবাদ নেই। আর তাই ইসলামে যাকাত প্রথার মাধ্যমে অথনৈতিক ভারসাম্য রক্ষা করা হয় ।
(ক) মহিলা হাজী হলে তার সফরসঙ্গী হবেন কে?   
(খ) হজ্জের আনুষ্ঠানিকতার মধ্যে কি প্রমাণ পাওয়া যায় ব্যাখ্যা কর।   
(গ) একজন সাচ্চা মুসলমান হতে হলে তাকে কোন কাজগুলো অবশ্যই পালন করতে হবে? ব্যাখ্যা দাও।
(ঘ) যাকাত প্রথার মাধ্যমে অর্থনৈতিক ভারসাম্য রক্ষিত হয়-বিশ্লেষণ কর।     
১১। একদিন ব্যথিত মনে হযরত মুহাম্মদ (সাঃ)কে তাঁর নিজ জন্মভূমিকে ত্যাগ করতে হয়েছিল। আজ দশহাজার সাহাবী নিয়ে তিনি যাচ্ছেন মক্কা জয় করার জন্য। কোন প্রতিবন্ধকতা ছাড়াই তিনি মক্কাশরীফে বিজয়ীবেশে প্রবেশ করেন। সকলে তাঁর কাছে আত্মসমর্পণ করল। তিনি ঘোষণা করলেন, আজ তোমাদের  বিরম্নদ্ধে কোন অভিযোগ নেই, যাও তোমরা মুক্ত ও স্বাধীন। এমনকি ইসলামের অন্যতম শত্রম্ন আবু সুফিয়ানকে পর্যমত্ম তিনি ক্ষমা করে দেন। এমনকি তার ঘরে  যদি কেউ যদি আশ্রয় গ্রহণ করে  সেও ক্ষমা এবং নিরপত্তা পাবে। এমন ক্ষমার নজির দুনিয়াতে আর একটাও নেই। সকল মক্কাবাসীকে তিনি ভ্রাতৃত্বের  বন্ধনে আবদ্ধ করেন।
(ক) কোন নারী জীবনে বিবাহ করেননি?  
(খ) হযরত আয়িশা (রাঃ) এর চরিত্রে কি কি গুণের সমাবেশ ঘটেছিল বর্ণনা কর।     
গ) মক্কা বিজয়ের আলোকে আমরা বর্তমান সময়ে ও এরকম উদারতাকে কাজে লাগিয়ে দুশমনকে দোসত্ম করতে পারি ব্যাখ্যা দাও।
(ঘ) হযরত মুহাম্মদ (সঃ) এর অনুপম ক্ষমার নিদর্শন মক্কা বিজয়ে পরিলক্ষিত হয়-মক্কা বিজয়ের আলোকে বিশেস্নষণ কর।         
 

No comments:

Post a Comment