Tuesday, September 25, 2018

JSC (৮ম) বিজ্ঞান-৪র্থ অধ্যায়

 শিপ্রা তার টবে লাগানো পেয়ারা গাছে অনেক পেয়ারা ধরায় খুব খুশী হলো। সে ঢাকায় চাকরিরত বাবার জন্য কয়েকটি পেয়ারা স্বচ্ছ পলিথিন দিয়ে বেঁধে রাখলো। কিছুদিন পর বাবা বাড়ি আসলে পেয়ারা ছিঁড়তে গিয়ে সে অবাক হয়ে দেখল যে, পলিথিনের ভিতর ফোঁটা ফোঁটা পানি জমে আছে।
ক) ভেদ্য পর্দা কী? ১
খ) Necessary evil বলতে কী বোঝায়? ২
গ) পলিথিনের ভিতর পানি জমার কারণ ব্যাখ্যা কর। ৩
ঘ) পলিথিনের ভিতর পানি জমার প্রকৃয়াটি উদ্ভিদ জীবনে কী গুরুত্ব বহন করে? বিশ্লেষণ কর। ৪

No comments:

Post a Comment