Tuesday, September 25, 2018

পিইসি স্পেশাল ইসলাম ও নৈতিক শিক্ষা মডেল টেস্ট



পিইসি স্পেশাল মডেল টেস্ট

বিষয়ঃ ইসলাম ও নৈতিক শিক্ষা
সময়-২ঘণ্টা ৩০ মিনিট ;   পূর্ণমান-১০০
[১০০% যোগ্যতাভিত্তিক। ডান পাশে উল্লিখিত সংখ্যা প্রশ্নের পূর্ণমান জ্ঞাপক]
১। নিচের প্রশ্নগুলোর উত্তর সংক্ষেপে উত্তরপত্রে লেখঃ       X১৫ =৩০ 
১। ইমান শব্দের অর্থ কী?
২। আমাদের সত্য বলা উচিত কেন?
৩। আমরা কী বলে আল্লাহর শোকর আদায় করব?
৪। আল্লাহ আমাদের কেন সৃষ্টি করেছেন?
৫। ইসলামের রুকন কয়টি কী কী?
৬। সালাতের নিষিদ্ধ সময়গুলো কী কী?
৭। মুসাফির কাকে বলে?
৮। আরকান কাকে বলে?
৯। হজের ফরজ কয়টি এবং কী কী?
১০। কুরবানি কাকে বলে?
১১। সৃষ্টির সেবা কাকে বলে?
১২। প্রাকৃতিক পরিবেশ কাকে বলে
১৩। আমরা কেন কুরআন তেলাওয়াতের সময় ওয়াকফ করব?
১৪। দুই ঠোঁট থেকে কোন কোন হরফ উচ্চারিত হয়?
১৫। গুন্নাহ এর হরফ কতটি ও কী কী?
২। সঠিক শব্দ দিয়ে শুন্যস্থান পূরণ কর : (১৪ টির মধ্যে যে কোনো ১২ টি প্রশ্নের উত্তর দাও)                                   X১২=১২
) পৃতিবীর সবকিছু _________ সৃষ্টি।
) আল্লাহ সব দেখেন বিধায় আল্লাহ _____________।
) পিতার সন্তুষ্টিতে আল্লাহ তায়ালা __________ হন।
) আরবি হরফ উচ্চারণের ________ স্থান রয়েছে।
) আরবিতে বিরামচিহ্নকে বলে _________।
) মদিনা সনদে _________ ধারা ছিল।
) __________ সন্তুষ্টি লাভের লক্ষ্যে আকিকা করতে হয়।
) কুরআন মজিদের কথার কোনো ______ হবে না।
) সূরা কাফিরুনের আয়াত সংখ্যা ________।
) যাকাতদাতার অন্তর __________ কলুষতা থেকে মুক্ত।
) দ্বিতীয় হিজরির __________ রমযান বদর যুদ্ধ সংঘটিত হয়।
) মানুষ সৃষ্টির __________
) রিসালাত মানে _________
) মহানবি (স) ক্ষুধার্তকে ________ দিতে বলেছেন।
বামপাশের বাক্যাংশের সাথে ডান পাশের বাক্যাংশগুলোর মিল করঃ ১০

বামপাশ
ডানপাশ
. পবিত্র কুরআন
মানুষকে ক্ষমা করা।
. ইবাদত মানে
খাদিজা অত্যন্ত মুগ্ধ হন।
. আল্লাহ যেমন মানুষকে ক্ষমা করে দেন তেমনি আমাদের উচিত
পৃথিবীর নেতৃত্ব দিতে পেরেছিলেন।
. কুরআন মজিদের পুরোপুরি অনুসরণের কারনেই সাহাবিরা
পড়তে ও বুঝতে হবে।
. মাইসারার কাছে মহানবি (স) সম্পর্কে জানতে পেরে
আনুগত্য করা।

আল্লাহর দাসত্ব করা।

খাদিজা তার প্রতি দুর্বল হন।
কাঠামোবদ্ধ উত্তর প্রশ্নঃ (যেকোনো ৮টি প্রশ্নের উত্তর দাও) X=৪৮  
) সর্বশেষ নবি কে ছিলেন? হযরত মুহাম্মদ (স) এর জন্মের সময় আরবের অবস্থা কেমন ছিল? পাঁচটি বাক্যে লিখ।

) সালাতের ওয়াজিব কয়টি বলে তুমি জান? পাঁচটি ওয়াজিব লেখ।
) সদাচার কী? সকলের ঘৃনা হতে রক্ষা পেতে তুমি কী করবে তা পাঁচটি বাক্যে লেখ।
) তাজবিদ কী? মাখরাজের পাঁচটি ব্যবহার লেখ।
) আখিরাত কী? আখিরাত জীবনের নানা গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে। আখিরাত জীবনের  গুরুত্বপূর্ণ বিষয়গুলোর মধ্যে পাঁচটি লেখ।
) সততা কী? সৎ হতে হলে যে গুণগুলো থাকা প্রয়োজন তা পাঁচটি বাক্যে লেখ।
) হযরত নূহ (আ) কত বছর দীনের দাওয়াত দেন? হযরত নূহ (আ) যে শিক্ষা দিয়েছিলেন তা পাঁচটি বাক্যে লেখ।
) আমাদের পালনকর্তা কে? সারা বিশ্বের পালনকর্তা সম্পর্কে পাঁচটি বাক্য লেখ।
) এ পৃথিবীতে সবচেয়ে আপনজন কারা? তুমি কিভাবে তাদের খেদমত করবে তা পাঁচটি বাক্যে লেখ।
) মদিনা সনদ কী? মদিনা সনদের পাঁচটি ধারা লেখ।

No comments:

Post a Comment